মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা “উসাস” এর আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান — আমার মুক্তি আলোয় আলোয়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের শুভ আগমন ও আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ও খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলাউদ্দিন খাঁন, যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা মোঃ নাফিজ আহম্মেদ রাজু, এবং কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।
আলোচনার পর্বে সভাপতির বক্তব্য রাখেন উসাস-এর সভাপতি জনাব মোঃ রবিউল আলম বাবুল। বক্তারা তাঁদের বক্তব্যে রবীন্দ্রনাথের দার্শনিক ভাবনা, সাহিত্যিক মূল্যবোধ ও বাংলা ভাষার প্রতি তাঁর গভীর অবদান নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
সংস্কৃতি সন্ধ্যায় রবীন্দ্রনাথের গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে তাঁর ভাবনা ও সাহিত্যচেতনা তুলে ধরা হয় শিল্পীদের পরিবেশনায়।
দর্শক-শ্রোতাদের উচ্ছ্বসিত অংশগ্রহণ ও প্রশংসায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ভিডিও ফুটেজে দেখা যায় দর্শকদের করতালি ও আবেগঘন প্রতিক্রিয়া। উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস), খোকসা, কুষ্টিয়া এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি খোকসার সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য উদাহরণ হয়ে থাকলো।
রবীন্দ্র-চেতনায় আলোকিত হোক আমাদের মনন ও সংস্কৃতি — এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ অনুষ্ঠানের শুভ আয়োজন।