৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

খোকসায় রবীন্দ্রজয়ন্তীতে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা “উসাস” এর আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান — আমার মুক্তি আলোয় আলোয়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের শুভ আগমন ও আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ও খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলাউদ্দিন খাঁন, যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা মোঃ নাফিজ আহম্মেদ রাজু, এবং কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

আলোচনার পর্বে সভাপতির বক্তব্য রাখেন উসাস-এর সভাপতি জনাব মোঃ রবিউল আলম বাবুল। বক্তারা তাঁদের বক্তব্যে রবীন্দ্রনাথের দার্শনিক ভাবনা, সাহিত্যিক মূল্যবোধ ও বাংলা ভাষার প্রতি তাঁর গভীর অবদান নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।

সংস্কৃতি সন্ধ্যায় রবীন্দ্রনাথের গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে তাঁর ভাবনা ও সাহিত্যচেতনা তুলে ধরা হয় শিল্পীদের পরিবেশনায়।

দর্শক-শ্রোতাদের উচ্ছ্বসিত অংশগ্রহণ ও প্রশংসায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ভিডিও ফুটেজে দেখা যায় দর্শকদের করতালি ও আবেগঘন প্রতিক্রিয়া। উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস), খোকসা, কুষ্টিয়া এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি খোকসার সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য উদাহরণ হয়ে থাকলো।

রবীন্দ্র-চেতনায় আলোকিত হোক আমাদের মনন ও সংস্কৃতি — এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ অনুষ্ঠানের শুভ আয়োজন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গুলশানে ভ্যান চালক হত্যা চেষ্টার মামলায় ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস গ্রেফতার

রাজধানীর গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’-এর চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছে ঢাকার একটি আদালত। বুধবার সকালে

কুরবানির ঈদে তিন নাটক নিয়ে ফিরছেন সাফা কবির, শুটিং করেছেন অস্ট্রেলিয়ায়

বিনোদন ডেস্ক: নাটকে আগের মতো নিয়মিত না হলেও ওটিটি প্ল্যাটফর্মে এখনও সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। গত ঈদুল ফিতর উপলক্ষেও তার একাধিক নাটক প্রকাশ পায়।

“স্বপ্ন যার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধি: “স্বপ্ন যার, ফ্রিজ তার” স্লোগানে ই-কমার্স প্রতিষ্ঠান বাজার হোম এর জন্য সম্প্রতি একটি প্রোমোশনাল বিজ্ঞাপনে কাজ করেছেন বাংলা নাটকের তুমুল

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি উঠেছে। গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হওয়ার পর তাকে গ্রেফতারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এ দাবি জানিয়েছে। জানা

Scroll to Top