১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ নিষিদ্ধে সিদ্ধান্ত না এলে ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি এনসিপির

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার রাজধানীর শাহবাগে চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।”


নাহিদ ইসলাম আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশপন্থি সকল শক্তি ঐক্যবদ্ধ হতে হবে।”

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্য দিয়েই আওয়ামী লীগের পতন ঘটে। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, “যদি দ্রুত সিদ্ধান্ত না আসে, তাহলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো ঐতিহাসিক আন্দোলন দেখা যাবে।”


গতকাল ৮ মে রাত থেকে এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। রাত পেরিয়ে শুক্রবার দুপুরেও যমুনার প্রধান ফটকের সামনে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা।


শুক্রবার বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে। ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মাধ্যমে আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না নেয়, তবে আবারও বৃহৎ আন্দোলনের মাধ্যমে রাজপথ কাঁপানো হবে।

আন্দোলনকারীদের এই দৃঢ় অবস্থান নতুন করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কীভাবে এই আন্দোলনের প্রতিক্রিয়া জানাবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কীভাবে নির্ধারিত হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজায় যুদ্ধবিরতি নিয়ে তীব্র আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটি বড় কৌশলগত চুক্তি করতে উদ্যোগী হয়েছেন, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে। তবে এই প্রচেষ্টার পথে বড় বাধা

আবদুল হামিদকে আটকানোর পর ফোনে নির্দেশ: কীভাবে ছাড় পেলেন সাবেক রাষ্ট্রপতি?

নিজস্ব প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আকস্মিক দেশত্যাগ নিয়ে দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি মো.

আসিম জাওয়াদের ১ম মৃত্যুবার্ষিকী: এক বছর পরও থামেনি মায়ের কান্না

নিজস্ব প্রতিনিধি: চোখের জলে ভেজা সেই দিনটি আজও ভুলতে পারেননি স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের মা নাসরিন জাওয়াদ। ঠিক এক বছর আগে, ২০২৪ সালের ৯

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার

নিজস্ব প্রতিনিধি:আওয়ামী লীগের শাসনামলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আবদুল হামিদের দেশত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর

Scroll to Top