আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটি বড় কৌশলগত চুক্তি করতে উদ্যোগী হয়েছেন, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে। তবে এই প্রচেষ্টার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চলমান গাজা যুদ্ধ। হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে দখলদার ইসরাইলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ, জেরুজালেম পোস্ট, ইসরাইল হায়োম এবং ইরানি গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস তেলআবিবকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত না হলে ইসরাইলকে একাই পরিণতি ভোগ করতে হবে।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর
আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরের আগে গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বেড়েছে।
একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা ইসরাইলি মন্ত্রিসভাকে সতর্ক করে বলেছেন, যদি তারা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা অব্যাহত রাখে, তাহলে তার জন্য ‘বড় ধরনের মূল্য’ দিতে হবে। জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যতদিন যুদ্ধ শেষ না হচ্ছে, ততদিন শুধু জিম্মিরাই এর মূল্য দিয়ে যাচ্ছে। কিন্তু এখন থেকে ইসরাইলকেও সেই মূল্য দিতে হবে।”
ইসরাইল ছাড়াও চুক্তির সম্ভাবনা
পরিচয় প্রকাশ না করা সেই মার্কিন কর্মকর্তা আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের সঙ্গে একটি বৃহৎ আঞ্চলিক চুক্তি ইসরাইলকে বাদ দিয়েও করা হতে পারে। তিনি বলেন, “ইয়েমেনের সঙ্গে যুদ্ধবিরতি হলো কেবল শুরু। এতেও যদি ইসরাইলের ঘুম না ভাঙে, তাহলে ইসরাইলকে বাদ দিয়েই ‘মিলেনিয়ামের চুক্তি’ বাস্তবায়ন হবে।”
ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধ করবে। তবে আনসারুল্লাহ (হুথি) নিয়ন্ত্রিত ইয়েমেন সরকার জানিয়েছে, এই যুদ্ধবিরতি কেবল লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালী এলাকায় পারস্পরিক হামলা বন্ধের উদ্দেশ্যেই কার্যকর থাকবে। তবে এটি ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের অভিযানে কোনো প্রভাব ফেলবে না।
নেতানিয়াহুর ওপর ট্রাম্পের অসন্তোষ
ইসরাইল হায়োম সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট। পশ্চিম এশিয়ায় মার্কিন কৌশলগত উদ্যোগে নেতানিয়াহুর বিরোধিতা ট্রাম্পের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন নেতানিয়াহু, এমনকি ইসরাইলের সামরিক রেডিও সূত্রে জানানো হয়েছে, নেতানিয়াহুর প্রতারণা নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল ক্ষোভ প্রকাশ করেছে।
সৌদি-যুক্তরাষ্ট্র চুক্তির পথে গাজা যুদ্ধ সমাপ্তির প্রয়োজন
এমন প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত চুক্তির অংশ হিসেবে গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নিয়ে সৌদি আরব ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
গাজায় হতাহতের মিছিল অব্যাহত
এদিকে, ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৫২,৭৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১১৯,৩৪৯ জন আহত হয়েছেন। গাজা তথ্য অফিসের মতে, প্রকৃত মৃতের সংখ্যা ৬২ হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ ও সৌদি আরবের সঙ্গে আসন্ন চুক্তি কি গাজা পরিস্থিতির পরিবর্তন আনবে, তা এখন সময়ের অপেক্ষা।