সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
- আদমদীঘি উপজেলার মুরইল বাজারের লয়েজ মণ্ডলের ছেলে নাঈম মণ্ডল (২৫),
- মুরইল তালুকদার পাড়ার জছির মণ্ডলের ছেলে মিরাজ মণ্ডল (২২),
- মুরইল পূর্বপাড়ার একরাম হোসেনের ছেলে রুবেল হোসেন (২৯),
- ও নওগাঁর আত্রাই উপজেলার ভূপাড়া এলাকার জহুরুল সরদারের ছেলে আরিফ সরদার রাব্বি (১৯)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলাজুড়ে মাদকবিরোধী ধারাবাহিক সাঁড়াশি অভিযান চলমান রয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে জনৈক নাঈম মণ্ডলের শয়নকক্ষে মাদক রেখে বিক্রির সময় উল্লেখিত চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এসআই ফেরদৌস আলী আদমদীঘি বাজার এলাকা থেকে ১২ পিস ইয়াবা, দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ আরও ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার বেলা ১১টায় আদালতে প্রেরণ করা হয়েছে।