ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি:
ঝিকরগাছা জামায়াতের ঋষী পল্লিতে অসহায় পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে। শনিবার ( ১০ মে) সকাল ৯ টায় উপজেলা জামায়াতের আয়োজনে ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের ঋষী পল্লিতে একটি অসহায় পরিবারের মাঝে ৩০টি টিন বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, উপজেলা কর্মপরিষদ সদস্য,আবিদুর রহমান, ফখরুল ইসলাম, ঝিকরগাছা সদর ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড সভাপতি, কামরান ইসলাম, সেক্রেটারি গাজী ফয়েজ, কামাল, জাহাঙ্গীর সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
ঋষী পল্লিতে উপকারভোগী অনিলের স্ত্রী সুষ্মিতা বলেন, আমাদের উপজেলা জামায়াত যে টিন দিয়েছে আমরা অনেক আনন্দিত এবং আমাদের ঘরে আমরা শান্তি পাবো । আমরা এতোদিন খোলা জায়গায় বসবাস করেছি এখন আমরা আমাদের ঘরে সুন্দর ভাবে থাকবে পারবো।