নিজস্ব প্রতিবেদক:
ভারতের আগ্রাসী সামরিক অভিযানের জবাবে পাকিস্তান শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে। পালটা সামরিক অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ পরিচালনা করছে পাকিস্তান। একইসঙ্গে দেশের আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ)।
শনিবার (১০ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা রোববার (১১ মে) দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
পিএএ এক বিবৃতিতে জানিয়েছে, “বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আকাশসীমা বন্ধ রাখা হয়েছে এবং তা সকল ধরনের যানবাহনের জন্য প্রযোজ্য। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো পরিবর্তন পরিস্থিতির ওপর নির্ভর করবে।”
পিএএ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রেখে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দিয়েছে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়।
এর আগে, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। সেই ঘটনার জেরে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ভারতের ওই আগ্রাসনের জবাবে শুক্রবার রাতে পাকিস্তান পাল্টা ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ চালানোর ঘোষণা দেয়। দেশটির সামরিক বাহিনী জানায়, এই অভিযানে ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানের ড্রোন অভিযানের পর ভারতের বিমান চলাচলেও প্রভাব পড়েছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি) এবং এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) শনিবার ৩২টি বেসামরিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় চলমান সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তান কৌশলগতভাবে শক্ত প্রতিক্রিয়া জানিয়ে নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষার দৃঢ়তা প্রদর্শন করছে।