মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
সৈয়দপুরে ধানক্ষেত থেকে রাফি (২২) নামে এক যুবকের রক্তাক্ত মরাদেহ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) আনুমানিক রাত ১০ টায় নীলফামারী সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখী পাড়ার পাশে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,এক কৃষক বিকেলে মাঠে তার ধান ক্ষেত দেখার জন্য গেলে সেখানে একটি রক্তাক্ত মোরা দেহ পড়ে থাকতে দেখে চিল্লাচিল্লি করে আশেপাশের মানুষকে জড়ো করে। পরে সৈয়দপুর থানায় খবর দিলে, পুলিশ এসে লাসটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহত রাফি শহরের কায়ানিজ পাড়ার আব্দুল হাফিজ ওরফে হাফেজের পুত্র।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার (ওসি) ফইম উদ্দিন বলেন, ঘটনাটি শোনার পর আমি নিজে ঘটনার স্থল পরিদর্শন করি এবং লাশটি উদ্ধার করে নিয়ে আসি। লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।