২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনোহরদীতে জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা (দক্ষিণ) থানা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক বর্ধিত সম্মেলন আজ শনিবার সকাল ০৬টায় মনোহরদী বাসস্ট্যান্ড জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়।

মনোহরদী (দক্ষিণ) সেক্রেটারী মোঃ তাজুল ইসলাম শাহিনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরদী (দক্ষিণ) জামায়াতের আমির মাওলানা মোঃ সানাইল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “মুতার যুদ্ধ আমাদের আদর্শিক সংগ্রামের অফুরন্ত অনুপ্রেরণা। মাত্র তিন হাজার সাহসী মুসলমান বিশাল শত্রুবাহিনীর মুখোমুখি হয়ে যে বীরত্ব প্রদর্শন করেছে, তা ইতিহাসে বিরল। হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর নেতৃত্ব ছিলো সেই যুদ্ধে বিজয়ের চাবিকাঠি।”

বিশেষ অতিথির বক্তব্যে মনোহরদী (উত্তর) জামায়াতের আমির মোঃ ইকবাল হোসাইন বলেন, “আল্লাহর রাস্তায় আত্মোৎসর্গের অন্যতম মাধ্যম হচ্ছে সম্পদ। সম্পদ ব্যয় না করে শুধু আত্মদানের কথা বললে তা পূর্ণতা পায় না। মহান আল্লাহ প্রথমেই সম্পদ ব্যয়ের কথা বলেছেন, পরে জীবনের।”

সম্মেলনের সভাপতি মাওলানা সানাইল্লাহ বলেন, “একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন তা আনুগত্যের ভিত্তিতে পরিচালিত হয়। নেতৃত্বের নির্দেশ পালনে সেনাবাহিনীর মত শৃঙ্খলা ও নিষ্ঠা থাকতে হয়।”

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি ও মনোহরদী পৌরসভা জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূর এবং মনোহরদী উপজেলা দক্ষিণ বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।

সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের শতাধিক সভাপতি-সেক্রেটারী অংশগ্রহণ করেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে বদ্ধপরিকর থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top