আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে আজ (১০মে) শনিবার মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের ওয়ার্ড পর্যায়ের শতাধিক সভাপতি -সেক্রেটারি’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন।
সম্মেলনের প্রধান অতিথি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম বলেন:
“মুতার যুদ্ধ ছিল তিন হাজার ঈমানদার মুসলমানের এক মহাকাব্যিক প্রতিরোধ—আমরাও সেই ঐতিহ্যের ধারক। আজ সংখ্যায় বড় না হলেও আমাদের হাতে আছে বিশ্বাস, আদর্শ আর ত্যাগের শক্তি। আমরা ভয় পাই না, পিছু হটিও না। সামনে আগুন থাকুক, পেছনে পাহাড়—আমরা এগিয়ে যাব!”
তিনি বলেন, “হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মত সাহসী নেতৃত্বই ছিল মুতার যুদ্ধের বিজয়ের চাবিকাঠি। আজকের বাংলাদেশেও সেই ধরনের নেতৃত্ব ও আদর্শিক অবস্থানই সময়ের দাবি। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করে, তাদের পরাজয় নেই—কেবল পরীক্ষা আছে।”
জাহাঙ্গীর আলম আরও বলেন, “এই যুগে রাজনৈতিক সফলতা কেবল ভোটে মাপা যায় না—জনগণের হৃদয়ে জায়গা করে নিতে হয়। আমাদের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ এবং আদর্শিক অবস্থানই একদিন আলোর নিশান হয়ে উঠবে।”
তিনি কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আদর্শে যারা দুর্বল, তারা পদ পায় কিন্তু নেতৃত্ব দেয় না। নেতৃত্ব তাদেরই প্রাপ্য, যারা ঝড়ের মুখে দাঁড়িয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলে, ‘আমরা প্রস্তুত!’”
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা তাঁর বক্তব্যে উজ্জীবিত হন। চোখে মুখে ছিল স্পষ্ট প্রত্যয়—সংগ্রাম হবে, আদর্শ থাকবে, নেতৃত্ব গড়ে উঠবেই।