সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।
শুক্রবার সন্ধ্যায় শহরের শাহ্ সুলতান মার্কেটে অত্র সংগঠনের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন জনগনের গণতান্ত্রিক অধিকার পূর্ণঃপ্রতিষ্ঠা, সংবিধান সংস্কার কমিশন গঠন,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন কালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃন্যঃপ্রবর্তন সহ রাষ্ট্রকাঠামো মেরামতের তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণের মাঝে ৩১দফার বার্তা পৌঁছে দিচ্ছি।
এই ৩১দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণ ফিরে পাবে ভোটের অধিকার। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর আলী, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার কর্মকার, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোপেন সীল, উপদেষ্টা মন্ডলীর সদস্য দেওয়ান ভিশান আহমেদ, মাসুম বিল্লাহ, সাংবাদিক আব্দুর রহিম, শামসুল ইসলাম, সজিব হাসান, আতিকুর রহমান আতিক,শিমুল হাসান, বিএনপি নেতা আসুতোষ, হান্নান, শফিকুল, ডাঃ আমজাদ হোসেন, খালেকুজ্জামান খালেকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।