আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী:
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দা আল-হেরা ফাউন্ডেশনের ২০২৫ সালের ফাইনাল ফুটবল ম্যাচ। ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মাঠে আয়োজিত এই জমকালো খেলাটি ছিল বার্ষিক ক্রীড়া কার্যক্রমের অংশ, যা এলাকাবাসী ও ক্রীড়ামোদীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমরা প্রতি বছরই নানা ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে যুব সমাজকে গঠনমূলক পথে পরিচালনার চেষ্টা করি। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে খেলাধুলার ভূমিকা অপরিসীম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো. বাশির মোল্লা, খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মো. মাসুম, আর পৃষ্ঠপোষকতায় ছিলেন ক্রীড়া সম্পাদক শাহাদাত ভূঁইয়া। রেফারির দায়িত্ব পালন করেন মো. হিরন।
চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় সিনিয়র বনাম জুনিয়র দল। ম্যাচজুড়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয় দুই দল। তবে ফিনিশিংয়ের দিক থেকে এগিয়ে ছিল জুনিয়ররা—তারা ৩-০ গোলে সিনিয়র দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এই ম্যাচটি শুধু একটি খেলা ছিল না, এটি হয়ে উঠেছিল ঐক্য, উদ্দীপনা ও আশার প্রতীক। ক্রীড়ার মাধ্যমে সমাজ গঠনের এমন উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।