আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ সাইফুল আলম (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
১০ মে (শনিবার) বড় উঠান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, আটককৃত মোঃ সাইফুল আলম বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর সুন্দরীপাড়া এলাকার আহমদ কবিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরীফ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় মোঃ সাইফুল আলম নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে নগরীর চাঁন্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।