মোহাঃ রকিব উদ্দীন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২জন গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাদে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিত চিকিৎসা শেষে রাজশাহী হাসপাতালে হস্তান্তর করেন। রবিবার বিকাল পৌনে চারটার দিকে কানসাট পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানস গেছে রবিবার বিকাল পৌনে চারটার দিকে কানসাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চাঁপাইগামী পাথরভর্ত ট্রাকের সাথে কানসসট গামী ড্রাম ট্রাকেট মুখোমুখি সংঘর্ষে চালক জাহিদ হাসান(২৭) হেলপার জনি(২৫) গুরুতর আহত হয়েছে।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় পৌনে পাঁচটাট তাদের দুজনকে উদ্ধার করে শিবগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দসশিত্বরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, দুই জনের মধ্যে জাহিদ হাসানের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।