১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম। রোববার (১১ মে) তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে, ২৬ ফেব্রুয়ারিতেও তিনি একই স্বীকৃতি অর্জন করেন।

জেলার চারটি থানার মধ্যে অপরাধ দমন, জনসেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে তাকে এই পুরস্কার দেওয়া হয়।

এর আগের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ওসি আব্দুস ছালামের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

ওসি মো. আব্দুস ছালাম বলেন, এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি সব সময় দায়িত্ব পালনে আন্তরিক থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আরও ভালোভাবে কাজ করতে চাই ইনশাআল্লাহ। যেকোনো সমস্যায় আমাদের জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই অর্জন পুরো থানার সম্মিলিত প্রচেষ্টার ফল। পুলিশ সুপার স্যার ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ।

নলছিটি থানার এই কর্মকর্তার টানা সফলতা স্থানীয়দের মধ্যেও প্রশংসার ঝড় তুলেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top