১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইসরাইলি হামলায় গাজায় আরও ২৬ জন নিহত, শিশু নিহত ৮

নিজস্ব প্রতিবেদক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি ড্রোন ও বিমান হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু, চিকিৎসা সূত্রের বরাত দিয়ে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনীর হামলার মূল লক্ষ্য ছিল বেসামরিক জনগণ ও আশ্রয়প্রার্থীরা।

মধ্য ও দক্ষিণ গাজায় একাধিক হামলা

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে সাধারণ জনগণের ওপর ড্রোন হামলায় দুজন নিহত ও অনেকে আহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান।

দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে আশ্রয়প্রার্থীদের তাবু লক্ষ্য করে চালানো হামলায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে হামলায় দুই শিশুসহ চারজন নিহত হন।

আল-মাওয়াসি ও আসদা এলাকার দুটি পৃথক তাঁবুতে হামলায় আরও চারজন প্রাণ হারান, যাদের মধ্যে ছিল দুই শিশু। একই এলাকায় আরেকটি তাবুতে হামলায় নিহত হয় আরেক শিশু। এছাড়া সাইকেলের ওপর ড্রোন হামলায় এক তরুণ প্রাণ হারান।

গোলাবর্ষণ ও বিমান হামলা অব্যাহত

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা শহরে ইসরাইলি বাহিনী তীব্র গোলা ও গুলিবর্ষণ চালায়। গাজা শহরে গোলাবর্ষণে এক শিশুর মৃত্যু হয় এবং উত্তরের জাবালিয়ায় একজন গুরুতর আহত হন।

খান ইউনিসে একটি গাড়িতে বিমান হামলায় চারজন নিহত হন। গাজা শহরে আরেকটি হামলায় পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একটি মেয়ে শিশুও ছিল।

গাজা শহরের আল-তুফাহ এলাকায় বিমান হামলায় একাধিক আবাসিক ভবন ধ্বংস হয়েছে। একই সঙ্গে জাবালিয়ার ওল্ড গাজা স্ট্রিটে একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়, যেখানে দুজন আহত হন।

ব্যাকগ্রাউন্ড: দীর্ঘমেয়াদি সংঘাত ও সাম্প্রতিক আগ্রাসন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চাপে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হলেও, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৮ মার্চ থেকে ফের শুরু হওয়া আগ্রাসনে ইতোমধ্যে আরও ২৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সাত হাজারের বেশি।

গাজায় ক্রমবর্ধমান এই সহিংসতা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা শেহবাজ শরিফের

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)

পাকিস্তানের দাবি: সফল ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’, ভারতকে দেওয়া হয়েছে ‘চূড়ান্ত’ জবাব

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের জবাবে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ চালিয়ে সফলভাবে প্রতিশোধ নিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার (১১

নিষিদ্ধ হলো স্বৈরাচারের দল বাংলাদেশ আওয়ামী লীগ , সকল কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীনগরে বিস্ফোরণ ও ড্রোন হামলা, কাশ্মীরে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণ ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

Scroll to Top