মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি
রবিবার দুপুরে এ সংবাদ সম্মেলন করেন বিএনপির জনপ্রিয় নেতা মুরশিদ ।
মুরশিদ বলেন, ০৯ মে জাতীয় কয়েকটি দৈনিক পত্রিকায় তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিক হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। একটি কুচক্রী মহল ও তার রাজনৈতিক প্রতিপক্ষ কিছু আওয়ামী লীগের দোষর তাকে রাজনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও রাজনৈতিক ভাবে ক্ষতি করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদে তার যে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করেছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে নাজমুলের সাথে আমার কখনোও রাজনৈতিক কোন সম্পর্ক ছিলো না । নাজমুলের বাবাকে আমি চিনি ওমর আলী সে বিএনপির নেতা । তিনি একজন ত্যাগী ও কারা নির্যাতিত নেতা । ওমর আলী বলেন যখন এই ঘটনা ঘটে আমার ছোট ছেলে আমাকে জানালে আমি তৎক্ষনাৎ আমি ও আমার ছেলে দাদার বাড়িতে যাই , এবং ঘটনা সম্পর্কে জানি , তখন মুরশিদের নাম আসে নাই । পরের দিন বিকালে যখন আমার ছেলে কুমিল্লা থেকে জামিন পায় এবং বাড়িতে আসে তখন একটি কুচক্রী মহল মুরশিদকে জড়িয়ে কয়েকটি পত্রিকাতে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ভিত্তিহীন নিউজ প্রচার করে, আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
সংবাদে তার নামে যে মিথ্যা বিষয় উল্লেখ করা হয়েছে তা বানোয়াট ও কাল্পনিক। মুরশিদ জানান কাজী শাহ পরিবারের সকলের সাথে আমার গভীর সু সম্পর্ক রয়েছে ।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কাজী শাহ পরিবারের কোন ক্ষতি হউক তা আমি কোনো ভাবেই কখনোও চাইনি । কিছু দালাল কায়কোবাদ পরিবারকে ও বিএনপিকে নিজস্ব সম্মতি মনে করে । আমাকে ঐ কুচক্রী মহল কাল্পনিক ভাবে এই ঘটনায় আমার নাম জড়িয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করতে চায় । এছাড়াও সংবাদে কিছু মনগড়া ও অনুমান নির্ভর তথ্য দিয়ে সংবাদ প্রচার করা হয়েছে, যা একজন মানুষের মানহানির সামিল।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, প্রকাশিত সংবাদটি যাদের ইন্ধনে প্রকাশ করেছে তারা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপির ঘাঁটি ও শক্তিশালী এলাকার ত্যাগী বিএনপির নেতাদের নামে নানা সময় মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করছে। যা বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করছে।