১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দেবদাস নাটকের জমিদার মহেন্দ্র বাবু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

এখন আর পার্বতীর সংবাদ লইতে ইচ্ছা করে না।তবে দেবদাসের জন্য বড়ই করুনা অনুভব হয়। এই কথাগুলো লিখেছেন বাংলা সাহিত্যের প্রতাপশালী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে
দেবদাস নাটকের প্রভাবশালী জমিদার মহেন্দ্র বাবু’র ভূমিকায় অভিনয় করতেন শ্রী তারাপদ কর্মকার। তিনি এখন নিজ বাড়িতে রোগাক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খোঁজ রাখেন না যাত্রা অভিনেতাকে একসময়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার শিল্পী অগ্রগামী অপেরার যাত্রাশিল্পের বিশেষ শিল্পী হিসাবে অভিনয় করতেন এই তারাপদ কর্মকার। মঞ্চ কাপানো এই শিল্পী যাত্রাপালা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক দেবদাস যাত্রাপালায় জমিদার মহেন্দ্র বাবুর চরিত্রে অভিনয় করতেন। অভিনয়ের মধ্যে বলে উঠতেন একের পর এক সংলাপ। যাত্রা শিল্পে অসংখ্য খ্যাতি অর্জন করেছিলেন উপমহাদেশের এই শ্রেষ্ঠ যাত্রাভিনেতা।

জমিদার মহেন্দ্র বাবুর চরিত্রে অভিনয় করতেন অভিনয় করে প্রচুর সুনাম অর্জন করেছিলেন এই উপমহাদেশে।

শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের সেরা উপন্যাস অবলম্বনে “দেবদাস” নাটকের খলনায়কের চরিত্রে অভিনয় করতে গিয়ে সত্যিকারের জমিদার হয়ে মহেন্দ্র বাবু
পার্বতীকে বিয়ে করে মহা আনন্দে ঘর সংসার করতে লাগলেন। এদিকে প্রেমে ব্যার্থ দেবদাস কলকাতার এক বাইজিপাড়ায় জীবনের শেষ মুহূর্তটুকুর জন্য মনের দুঃখে ব্যস্ত সময় পার করছিলেন।

কাল জয়ী সাহিত্যিক শরৎচন্দ্রের দেবদাস নাটকের খলনায়ক মহেন্দ্র বাবুর চরিত্রে মঞ্চ কাঁপানো অভিনেতা তারাপদ কর্মকার জীবনের শেষ প্রান্তে এসে রোগ শোকে চরাজীর্ণ অবস্থায় মৃত্যুর সঙ্গে নিজ গৃহে পাঞ্জা লড়ছেন। তিনি ১৯৫২ সালে তৎকালিন বৃহত্তর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মোষেরপোল গ্রামের ডাক্তার গুরুদাস কর্মকারের বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে তার ছোট কাকা নকুল কর্মকারের হাত ধরে যাত্রা জগতে প্রবেশ করেন খলনায়ক তারাপদ কর্মকার।
শৈল্পিক মন-মানসিকতা নিয়েই সেই যুবকটি এরপর ব্রাহ্মণবাড়িয়ার যতীন্দ্রনাথ চক্রবর্তীর ভোলানাথ অপেরায় সম্রাট শের শাহ্ নাটকে খলনায়ক হিসাবে অভিনয়ের মাধ্যমে প্রথম অভিনয় জগৎ শুরু করেন।
যাত্রাপালায় অভিনয়ের মাধ্যম দিয়ে তিনি মানুষের কাছে প্রশংসায় উদ্ভাসিত হয়ে যাত্রা জগতে ব্যাপক সুনাম অর্জন করেন।

এরপর একে কাজ করেন নট্ট কোম্পানি, শিল্পী তীর্থ, ভারতী অপেরা, বাসন্তি অপেরা, গণবাণী, ভৈরব অপেরা, মুক্তধারা, অগ্রগামী। তাঁর বিখ্যাত যাত্রা পালা দেবদাস, গুলি হলো মানুষের অধিকার, ধনরাজ তামাং, বিদ্যাসুন্দর, মহাজনের মেয়ে, বণিক বাড়ির বৌ, কুমারী মা, কলসি কাখে কুলের বধু, কলকাতার বৌদি, বড় দিদি, বৌমা তোমার পায়ে নমস্কার, থানায় যাচ্ছে ছোটো বৌ, শেষ সাক্ষী দুর্গা, কবরে কাদছে আনারকলি, বৃদ্ধাশ্রমে কাদছে বাবা মা ইত্যাদী। তিনি যাত্রাভিনয়ে খ্যাতির সাথে সাথে পেয়েছেন বেশ কিছু পুরস্কার।

এই খ্যাতিনামা যাত্রা শিল্পী জীবনের শেষ প্রান্তে এসে গণমাধ্যম কর্মীদের দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, যাত্রাশিল্পে অভিনয় করে মানুষের প্রশংসা অর্জন করলে আমার নিজের ভাগ্যের কোন পরিবর্তন ঘটাতে পারিনি।

তিনি আক্ষেপ করে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রাপালা করে মানুষের মনে বিনোদন দিয়েছি। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে নিজ জীবনেই বিনোদনের রেষমাত্র নেই। রোগাক্রান্ত হয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। একটু ভালো চিকিৎসার জন্য সরকারের বিভিন্ন দপ্তর, শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসকসহ বেশকিছু অফিসে আবেদন করলেও আজ পর্যন্ত কোন সহযোগিতা পাইনি। সেই দিনের মহেন্দ্র বাবুর খোঁজ এখন আর কেউ রাখে না।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলা নাটক: ভিউয়ের দৌড়ে মান হারানো এক শিল্পমাধ্যম

নিজস্ব প্রতিবেদক: এক সময় প্রান্তিক দর্শকের অন্যতম বিনোদনের মাধ্যম ছিল বাংলা নাটক। বিশেষ করে বিটিভিতে প্রচারিত নাটকগুলো গ্রামের সাধারণ মানুষের মাঝে দারুণ জনপ্রিয়তা পায়। পরে

বরেণ্য সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী আর নেই

নিজস্ব প্রতিবেদক: বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। শনিবার (১০ মে) ভোর সাড়ে ৫টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন

খোকসায় রবীন্দ্রজয়ন্তীতে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা “উসাস” এর আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

গুলশানে ভ্যান চালক হত্যা চেষ্টার মামলায় ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস গ্রেফতার

রাজধানীর গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’-এর চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছে ঢাকার একটি আদালত। বুধবার সকালে

Scroll to Top