১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মনোহরদী (উত্তর) জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা (উত্তর) সাংগঠনিক থানা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক বর্ধিত সম্মেলন আজ (১২ এপ্রিল) সোমবার উপজেলার সাগরদী এল কে উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

মনোহরদী (উত্তর) সেক্রেটারী মাওলানা মনির উদ্দিন আল-আজহারীর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরদী (উত্তর) জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হলে তৃণমূলের প্রতিটি কর্মীকে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে হবে। যারা মানুষের পাশে থাকে, তারাই সংগঠনের প্রকৃত প্রাণ। রাজপথের সংগ্রামে ও মূল্যবোধের প্রচারে সবাইকে এক কাতারে আসতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মনোহরদী (উত্তর) জামায়াতের সহকারী আমির মাওলানা মো: সানাউল্লাহ বলেন, “সাংগঠনিক কাঠামো শুধু নামের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কার্যক্রমের মাধ্যমে তার প্রাণপ্রবাহ জারি রাখতে হবে। ওয়ার্ড ভিত্তিক কার্যক্রমের মধ্যেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়।”

সম্মেলনের সভাপতি মাওলানা ইকবাল হোসাইন বলেন, “আমরা যদি সময়ের গুরুত্ব না বুঝি, তাহলে দাওয়াহর কাজ থমকে যাবে। সময়ের কাজ সময়ে করতে না পারলে নেতৃত্বের উপর আস্থা নষ্ট হয়। আজকের সম্মেলন আমাদের নতুন দায়িত্বের কথা মনে করিয়ে দিল।”

সম্মেলনে মনোহরদী উত্তরের ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণসহ ইউনিয়ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজেলা শাখার শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠান

মো : রমজান মিয়া, গাজীপুর প্রতিনিধি: “রক্তের দামে কিনেছে স্বপ্ন, সাহসী ভোর সম্মুখে জয়, কাটবে এবার বৈষম্য ঘোর” — এই স্লোগানকে ধারন করি এবি পার্টির

আওয়ামীলীগ পালিয়েছে বলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে আওয়ামীগ পালিয়েছে বলায় কথা কাটাকাটি ও ঝগড়ার জের ধরে বিএনপির চার নেতাকর্মীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছে

মধ্যনগর যুবদল নেতার উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম, মধ্যনগর (সুনামগঞ্জ), প্রতিনিধি: মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের উপর হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেছেন স্থানীয়

সংস্কারের নামে যেন নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না হয় – বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল

Scroll to Top