মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আমজাদ সরদার (৬০) নামে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১১ মে) রাত ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া বিলে ওই ভ্রাম্যমাণ পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম। এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আমজাদ সরদার উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের মৃত হাকিম সরদারের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম বলেন, সরকারি অনুমোদন ছাড়া নদী বা জলাশয় থেকে বালু উত্তোলন অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন ধরেই তালবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে অভিযান পরিচালনা করে অর্থদন্ড করার পাশাপাশি পরর্বতীতে এমন কাজ না করা জন্য সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষা ও জণস্বার্থে আমাদের এমন অভিযান অব্যহত থাকবে। এছাড়া জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।