১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আমজাদ সরদার (৬০) নামে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১১ মে) রাত ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া বিলে ওই ভ্রাম্যমাণ পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম। এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আমজাদ সরদার উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের মৃত হাকিম সরদারের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম বলেন, সরকারি অনুমোদন ছাড়া নদী বা জলাশয় থেকে বালু উত্তোলন অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন ধরেই তালবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে অভিযান পরিচালনা করে অর্থদন্ড করার পাশাপাশি পরর্বতীতে এমন কাজ না করা জন্য সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষা ও জণস্বার্থে আমাদের এমন অভিযান অব্যহত থাকবে। এছাড়া জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নেশার ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেফতার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (১২ মে)

সড়কের দুর্দশায় ভ্যান থেকে ছিটকে পরে শিশুর মৃত্যু,সেই সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটি পৌরসভা এলাকার কাঠেরপোল থেকে শংকরপাশা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় হয়ে পুলেরহাট সড়কটির বেহাল দশা গত এক দশক ধরেই।ভাঙাচোরা

শেওড়াপাড়ায় দুই বোন হত্যায় গ্রেপ্তার আত্মীয়, মুখোশধারী তরুণ ছিল খালার ছেলে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সন্দেহভাজন যে মুখোশধারী তরুণকে সিসিটিভিতে দেখা গিয়েছিল, সে নিহতদেরই ঘনিষ্ঠ আত্মীয়। তার নাম গোলাম রব্বানী ওরফে

শিবগঞ্জে মিথ্যা মামলায় ৮ জনকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ৮জন কে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবারের

Scroll to Top