১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ষড়যন্ত্রমূলক মামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি:

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা এবং সারাদেশে চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিব হক, বিএনপি নেতা দুলাল দেবনাথ, ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাইমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের ফসল ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান। আজ আমরা একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বাস করছি। কিন্তু একটি মহল আবারও পুরনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আওয়ামী দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে।”

তারা আরও অভিযোগ করেন, মুরাদনগরের জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে রাজনৈতিকভাবে হেয় করতে তাকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয় এবং ফরমায়েশি রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আল্লাহর রহমতে তিনি দেশে ফিরে এসেছেন। এখনো কিছু উপদেষ্টার ছত্রছায়ায় তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এনসিপি লেবাসধারী একটি চক্র মুরাদনগরকে সন্ত্রাসের দিকে ঠেলে দিতে চায়। তবে মুরাদনগরের জনগণ কখনোই তা মেনে নেবে না এবং প্রয়োজনে শক্ত হাতে তা প্রতিহত করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহাম্মেদ বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহাম্মেদ, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল কবির, কৃষক দলের সভাপতি নায়েব আলী, সাবেক ছাত্রদল নেতা পিংকু পোদ্দার, আলমগীর হোসেন, ওমর ফারুক সোহাগ, বিজয় নেছার, ইয়াসির আরাফাতসহ সহস্রাধিক নেতাকর্মী।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নেশার ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেফতার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (১২ মে)

গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আমজাদ সরদার (৬০) নামে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান

সড়কের দুর্দশায় ভ্যান থেকে ছিটকে পরে শিশুর মৃত্যু,সেই সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটি পৌরসভা এলাকার কাঠেরপোল থেকে শংকরপাশা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় হয়ে পুলেরহাট সড়কটির বেহাল দশা গত এক দশক ধরেই।ভাঙাচোরা

শেওড়াপাড়ায় দুই বোন হত্যায় গ্রেপ্তার আত্মীয়, মুখোশধারী তরুণ ছিল খালার ছেলে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সন্দেহভাজন যে মুখোশধারী তরুণকে সিসিটিভিতে দেখা গিয়েছিল, সে নিহতদেরই ঘনিষ্ঠ আত্মীয়। তার নাম গোলাম রব্বানী ওরফে

Scroll to Top