১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কাশ্মীরে যুদ্ধবিরতির পরেও ভীতির ছায়া

নিজস্ব প্রতিবেদক:

ভারত ও পাকিস্তানের সীমান্তে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আতঙ্ক ও ভয় এখনও কাটেনি। সীমান্তের বাসিন্দারা এখনও নিজেদের বাড়িতে ফিরে যেতে ভীত। বিশেষত আজাদ কাশ্মীর ও ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের মানুষরা, যারা যুদ্ধের কারণে আশ্রয় কেন্দ্রে বা পাহাড়ের ঢালে আশ্রয় নিয়েছেন, তারা এখনও সংঘাতের আতঙ্কে রয়েছেন।

২২ এপ্রিলের কাশ্মীরের পেহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। ৭-১০ মে পর্যন্ত চলতে থাকে রক্তক্ষয়ী যুদ্ধ। এরপর যুদ্ধবিরতি ঘোষিত হলেও সীমান্ত এলাকায় পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বসবাসকারী পরিবারগুলো এখনও দোটানায় আছেন—ঘরে ফিরে যাবেন, না থাকবেন?

আশ্রয় কেন্দ্রে থাকা আজাদ কাশ্মীরের ১,১৪৬ পরিবারের সদস্যরা জানাচ্ছেন, যুদ্ধবিরতির পরও গোলাগুলির শব্দ শোনা গেছে এবং তারা নিরাপত্তাহীনতায় আছেন। কিছু মানুষ এখনও সীমান্তের কাছে অবিস্ফোরিত গোলার কারণে ভয় পাচ্ছেন। একাধিক পরিবার তাদের সন্তানদের নিয়ে আতঙ্কে রয়েছেন এবং ঘরে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

বিভিন্ন অঞ্চলের নেতারা জানান, যুদ্ধবিরতির পরও বিস্ফোরণের শব্দ এবং সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থির। জম্মু-কাশ্মীরের পুলিশ ও প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের এখনই ফিরতে না করার জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া, দুটি দেশের প্রশাসন জানিয়ে দিয়েছে যে নিয়ন্ত্রণ রেখার জেলাগুলোতে জরুরি অবস্থা এখনও বলবৎ রয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

এখনও সীমান্তের হাজার হাজার মানুষ মানবিক সহায়তা ও নিরাপত্তা কামনা করছেন। তাদের মধ্যে কেউ আবার প্রিয়জনদের সাথে এক বা দুই দিনের জন্য আশ্রয়ে আছেন। তারা যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তি পেতে ঘরে ফিরে যেতে চাইলেও এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদি, পাকিস্তানের দাবির বিপরীতে দৃঢ় বার্তা

নিজস্ব প্রতিবেদক: পাক-ভারত সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আলোচিত আদমপুর বিমানঘাঁটি পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৩ মে) সকালে তিনি ভারতের পাঞ্জাব প্রদেশের এই গুরুত্বপূর্ণ

সৌদি আরবে প্রথম সরকারি সফরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: প্রথম সরকারি সফরে সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদে অবতরণের আগে সৌদি আকাশসীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাকে স্বাগত জানাতে আকাশে

হামাসের বন্দিদশা থেকে মুক্ত মার্কিন নাগরিক এডান আলেকজান্ডার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রাক্কালে হামাসের হাতে বন্দিদশায় থাকা মার্কিন নাগরিক ও ইসরাইলি সেনাসদস্য এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। সোমবার (১২

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৯, আহত ৯৪

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। সোমবার গাজার স্বাস্থ্য

Scroll to Top