২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন। তার স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে রয়েছেন। সোমবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন তারা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার রাতে ফখরুলের চোখে সমস্যা দেখা দিলে তাকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার চোখের রেটিনায় দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। পরে চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের রুটনিন আই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেখানে চিকিৎসার জন্য রওনা দেন তারা।

চিকিৎসা নিতে যাওয়ার আগে, দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। উল্লেখ্য, গত ৬ এপ্রিল ফখরুল দম্পতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top