১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নান্দাইলে জামায়াতের সমর্থিত প্রার্থী – এড. আনোয়ারুল ইসলাম চাঁন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল সংসদীয় আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামীর সমর্থিত প্রার্থী হিসাবে এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁনের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণার পরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জনসাধারণ ও বিভিন্ন মহলে চলছে প্রশংসনীয় আলোচনা। বিশেষ করে জামায়াতের কর্মীদের নিজেদের ফেসবুক আইডিতে চলছে প্রচার-প্রচারণা। জানাগেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (১২মে) নান্দাইল উপজেলার ঝালুয়া হেমগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রার্থীর নাম ঘোষনা করা হয়। জানাগেছে, আ্যাডভোকেট একে এম আনোয়রুল ইসলাম চাঁন নবগঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান।

ঘোষণার সময় ময়মনসিংহ জেলা জামায়েতের আমীর মো. আব্দুল করিম, জেলা জামায়েতের সেক্রেটারী এড. মোজাম্মেল হক আপন, এসিস্টেন্ট সেক্রেটারী মাহবুব রশীদ ফরাজী, উপজেলা জামায়েতের আমীর কাজী শামসুদ্দিন, সেক্রেটারী সহকারী অধ্যাপক মাও. নুরুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরদিন মঙ্গলবার থেকেই নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন জামায়েতের সমর্থিত প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চাঁন। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চারআনিপাড়া গ্রামে। তিনি সমাজসেবক মৃত এ এফএম ইসহাকের দ্বিতীয় সন্তান। পরিবারের অন্যান্য সদস্যরা বিএনপি’র সাথে জড়িত থাকলেও দীর্ঘদিন যাবত তিনি আওয়ামী বিরোধীতে সক্রিয় ছিলেন। এছাড়া বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সুসম্পর্ক ও সম্পৃক্ততায় নতুন ধারার রাজনীতির পথে যাত্রা করছেন।

২০২২ সালের ১ মার্চ গঠন করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দলটির নিবন্ধন পাওয়ার পর এই দলের চেয়ারম্যান নির্বাচিত হয়ে কর্মকাণ্ড শুরু করেন। দলের প্রতীক ফুলকপি। এছাড়া তিনি নান্দাইলের সমুর্ত্ত জাহান মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি। একজন সৎ ও স্বজ্জন ব্যক্তি হিসাবে তিনি বাংলাদেশ ডেভোলপমেন্ট পার্টি চেয়ারম্যান হয়ে নান্দাইল আসনে সংসদীয় নির্বাচনের সিদ্ধান্ত নেন।

কিন্তু জাতীয় রাজনীতির ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনে এ আসনে তিনিই সংসদীয় প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর আমীর কাজী শামসুদ্দিন বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নান্দাইল আসনে আমাদের প্রার্থী বিডিপির চেয়ারম্যান আ্যাডভোকেট আনোয়রুল ইসলাম চাঁনকে জামায়েতের সমর্থিত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নলছিটিতে ইউনিয়ন বিএনপির সভাপতির নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি  আঃ আজিজ খলিফার বিরুদ্ধে এলাকার  প্রভাবশালী মহলের ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

বাংলাদেশে পাকিস্তানপন্থা বলে কিছু নেই : হেফাজতে ইসলাম বাংলাদেশ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই— এমন মন্তব্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ এক বিবৃতিতে বলেন,

ডোমার উপজেলা জামায়াতের আমির হলেন মাওলানা আব্দুল হাকিম

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন হযরত মাওলানা আব্দুল হাকীম। তিনি নীলফামারী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন। তার স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে রয়েছেন। সোমবার রাতে থাই

Scroll to Top