আহসান হাবিব রিয়ন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত শিক্ষকগনের সংবর্ধনা বার্ষিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই মে) দুপুর ১২ টার দিকে উপজেলার রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের (অবসরপ্রাপ্ত) সচিব মো. দলিল উদ্দিন মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন, কো-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপধ্যক্ষ মো. হাফিজুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা। এসময় উপজেলার বন্ধু সংগঠনের আয়োজনে রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করে।