১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

উরুগয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে ‘পেপে’ মুজিকা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:

উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট, বিপ্লবী নেতা থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কে পরিণত হওয়া হোসে ‘পেপে’ মুজিকা ৮৯ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওর্সি এ তথ্য নিশ্চিত করেন।

২০২৪ সালে মুজিকার গলায় ক্যানসার ধরা পড়ে। মৃত্যুর ঘোষণায় ওর্সি লেখেন, গভীর দুঃখের সঙ্গে আমাদের সহকর্মী পেপে মুজিকার মৃত্যু ঘোষণা করছি। আপনি আমাদের জন্য যা রেখে গেছেন এবং আপনার মানুষদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মুজিকা। তার নেতৃত্বে দেশ পরিবেশবান্ধব সংস্কার, সমকামী বিয়ের বৈধতা এবং গাঁজা ব্যবহারের নিয়ন্ত্রণ শিথিল করার পথ বেছে নেয়।

বিশ্বজুড়ে তিনি জনপ্রিয় ছিলেন তার সরল জীবনধারার জন্য। প্রেসিডেন্ট থাকা অবস্থায়ও তিনি সরকারি প্রাসাদে না থেকে রাজধানী মন্টেভিডিওর উপকণ্ঠে নিজ ফুলচাষের খামারে বসবাস করতেন।

২০২২ সালে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রাজনীতি যদি বিলাসে ডুবে যায়, তা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমি বিশ্বাস করি, রাজনীতিবিদদের সাধারণ মানুষের মতো জীবনযাপন করা উচিত, বিশেষ সুবিধাভোগীদের মতো নয়।

মুজিকার মৃত্যুতে লাতিন আমেরিকার বিভিন্ন বামপন্থি নেতা শোক জানিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেন, আমাদের প্রিয় পেপে মুজিকার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি প্রজ্ঞা, দূরদর্শিতা ও সরলতার মাধ্যমে লাতিন আমেরিকা ও বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ হয়ে ছিলেন।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ বলেন, আপনি আমাদের এমন একটি আশা দিয়ে গেছেন, যে সবকিছু আরও ভালোভাবে করা সম্ভব।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, বিদায় বন্ধু। আশা করি একদিন লাতিন আমেরিকার একটি নিজস্ব সংগীত থাকবে, যা আমাদের ঐক্যের প্রতীক হবে।

হোসে মুজিকা ছিলেন সেই প্রজন্মের প্রতীক, যারা ২০ শতকের দ্বিতীয়ার্ধে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তরুণ বয়সে তিনি তুপামারোস নামক এক বামপন্থি বিদ্রোহী সংগঠনের নেতা ছিলেন। এই সংগঠন ব্যাংক ডাকাতি, শহর দখল ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল।

এই সময় তিনি একাধিকবার গ্রেফতার হন এবং প্রায় এক দশক একা কারাবন্দি থেকে নির্যাতনের শিকার হন।

১৯৭৩ সালের সেনা অভ্যুত্থানে উরুগুয়ে সামরিক শাসনের অধীনে চলে যায়, যেখানে মানবাধিকার লঙ্ঘন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। ১৯৮৫ সালে গণতন্ত্রে ফিরে এলে মুজিকাসহ বিদ্রোহীরা সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান।

এরপর তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে কেন্দ্র-বাম জোট ‘ফ্রেন্তে অ্যাম্পলিও’তে যোগ দেন এবং ৭৪ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন। গর্ভপাত ও সমকামী বিয়ের বৈধতা, গাঁজা বৈধকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে তিনি অগ্রণী ভূমিকা রাখেন।

তার স্ত্রী লুসিয়া তোপোলানস্কিও ছিলেন তুপামারোস আন্দোলনের সদস্য এবং পরবর্তীতে তিনি মুজিকার ভাইস প্রেসিডেন্ট হন।

প্রেসিডেন্ট থাকাকালে মুজিকা বসবাস করতেন একটি সাধারণ খামারে এবং চালাতেন পুরনো একটি নীল ভক্সওয়াগন বিটল গাড়ি। এ কারণে তিনি পরিচিত ছিলেন ‘বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট’ হিসেবে।

২০২২ সালে আল জাজিরাকে তিনি বলেছিলেন, আমরা একজন প্রেসিডেন্ট নির্বাচন করি, যেন একজন রাজা নির্বাচন করি — লাল গালিচা, প্রাসাদ, রাজকীয় আচরণ। কিন্তু দোষ শূকরছানার নয়, যারা তার পিঠ চুলকায়, তাদের।

প্রেসিডেন্ট পদ ছাড়ার পরও তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের শপথ অনুষ্ঠানে অংশ নেন এবং উরুগুয়ের রাজনীতিতে সক্রিয় থাকেন।

২০২৪ সালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমস্যা হলো, দুনিয়া চালায় বৃদ্ধরা, যারা ভুলে যায় তারা কখনো তরুণ ছিল।

২০২৪ সালের সেপ্টেম্বরের চিকিৎসায় তার ক্যানসার কিছুটা নিয়ন্ত্রণে এলেও, ২০২৫ সালের জানুয়ারিতে জানা যায় তা যকৃতে ছড়িয়ে পড়েছে।

শেষ জীবনে তিনি বলেন, সত্যি বলতে, আমি মরতে চলেছি। তবে একজন যোদ্ধার বিশ্রাম নেওয়ার অধিকার তো থাকেই।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুসলিম সেনা কর্মকর্তাকে নিয়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, কংগ্রেস-তৃণমূলের তীব্র সমালোচনা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী ও

ভারতে মুসলিমদের প্রতি বিদ্বেষ পরিহারে আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির

নিজস্ব প্রতিবেদক: ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খালিলি সম্প্রতি ভারত সরকারের প্রতি মুসলিমদের প্রতি বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারত যেন অতীতের

সৌদি আরবকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’ আখ্যা ট্রাম্পের, রিয়াদে ঐতিহাসিক বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: সৌদি-আমেরিকা বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার (১৩ মে) রিয়াদে আয়োজিত এই উচ্চপর্যায়ের ফোরামে

ট্রাম্পের সৌদি সফরে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি, রাজকীয় অভ্যর্থনা ও কৌশলগত আলোচনা

নিজস্ব প্রতিবেদক: চলমান সৌদি আরব সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে প্রায় ১০০ বিলিয়ন ডলারের একটি বিশাল অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হচ্ছে বলে

Scroll to Top