১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মুসলিম সেনা কর্মকর্তাকে নিয়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, কংগ্রেস-তৃণমূলের তীব্র সমালোচনা

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা বিজয় শাহ। মুসলিম হওয়ায় তাকে ‘জঙ্গিদের বোন’ বলে মন্তব্য করে তিনি ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তোপের মুখে পড়েছেন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতারা।

সোমবার ইন্দোরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিজয় শাহ বলেন, “সিঁদুর মুছে আমাদের বোন-মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা। আমরা পালটা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি।” তিনি আরও বলেন, “পেহেলগামে জঙ্গিরা ধর্ম জানতে জামাকাপড় খুলিয়ে পরীক্ষা করেছে। তারপর গুলি করে মেরেছে। মোদি নিজে তো সেকাজ করতে পারবেন না। তাই জঙ্গিদের সম্প্রদায়েরই বোনকে পাঠিয়েছেন শাস্তি দেওয়ার জন্য।”

বিজয় শাহ যদিও তার বক্তব্যে কোথাও সরাসরি কর্নেল সোফিয়ার নাম উল্লেখ করেননি, তবে কংগ্রেস ও তৃণমূলের মতে, তার ইঙ্গিত স্পষ্টভাবে সোফিয়ার দিকেই ছিল।

এই মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে বলেছে, “এটাই বিজেপির আসল রূপ। ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী কর্মকর্তা, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, তাকেও ধর্মীয় পরিচয়ে বিচার করা হচ্ছে। বিজেপির যদি লজ্জা থাকে, তাহলে কর্নেল সোফিয়া এবং সশস্ত্র বাহিনীর কাছে ক্ষমা চাইতে হবে।”

কংগ্রেসও তীব্র প্রতিক্রিয়ায় বলেছে, “সোফিয়া কুরেশি শুধু ভারতের কন্যা নন, তিনি আজ দেশের গর্ব। তাকে নিয়ে বিজেপি নেতার এমন মন্তব্য শুধু অশোভন নয়, এটি সেনাবাহিনীর অপমান। প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ বলে যিনি নিজেকে দাবি করেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিজেপি?”

তবে ব্যাপক সমালোচনার মুখে বিজয় শাহ দাবি করেছেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে কথিত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে পাকিস্তানের অভ্যন্তরে। অভিযানে পাকিস্তানের অন্তত ৩৫ নাগরিক নিহত হয়। পাল্টা জবাবে পাকিস্তান ‘বুনিয়ানুম মারসুস’ নামে ভারতীয় ভূখণ্ডে অভিযান চালায়। উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে যায়।

যুদ্ধ থেমে গেলেও এই ধরনের রাজনৈতিক বিতর্কে বিভাজন আরও প্রকট হয়ে উঠছে—বিশেষ করে ধর্মীয় পরিচয় নিয়ে সেনাবাহিনীর সদস্যদের নিয়েও যখন প্রশ্ন তোলা হচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

উরুগয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে ‘পেপে’ মুজিকা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট, বিপ্লবী নেতা থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কে পরিণত হওয়া হোসে ‘পেপে’ মুজিকা ৮৯ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায়

ভারতে মুসলিমদের প্রতি বিদ্বেষ পরিহারে আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির

নিজস্ব প্রতিবেদক: ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খালিলি সম্প্রতি ভারত সরকারের প্রতি মুসলিমদের প্রতি বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারত যেন অতীতের

সৌদি আরবকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’ আখ্যা ট্রাম্পের, রিয়াদে ঐতিহাসিক বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: সৌদি-আমেরিকা বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার (১৩ মে) রিয়াদে আয়োজিত এই উচ্চপর্যায়ের ফোরামে

ট্রাম্পের সৌদি সফরে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি, রাজকীয় অভ্যর্থনা ও কৌশলগত আলোচনা

নিজস্ব প্রতিবেদক: চলমান সৌদি আরব সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে প্রায় ১০০ বিলিয়ন ডলারের একটি বিশাল অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হচ্ছে বলে

Scroll to Top