মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলাধীন ৩ নং চাঁদপুর ইউনিয়ন সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪মে) রোজ বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং চাঁদপুর ইউনিয়ন এর উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয় । তজুমদ্দিন উপজেলা মডেল মসজিদ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ চাঁদপুর ইউনিয়ন সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব। তজুমদ্দিন উপজেলা সেক্রেটারি মাস্টার মোঃ মহিউদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ নোমান।
সম্মেলন এ সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর ইউনিয়ন আমির মোঃ সফিকুল ইসলাম। সঞ্চালনায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মোঃ ইউসুফ।
প্রধান অতিথি বলেন ইসলামী আন্দোলন এর সহযোগীদের কাজ হলো মান উন্নয়ন করা কর্মী হওয়া জন্য ৫ টি কাজ করতে হবে ১ নং দাওয়াতি কাজ করতে হবে ২ নাম্বার হলো রিপোর্ট রাখা ৩ নাম্বার হলো এয়ানত দেওয়া ৪ নাম্বার হলো সামাজিক কাজ করা ৫ নাম্বার হলো প্রোগ্রামে উপস্থিত থাকা। এই পাঁচটি কাজ যে করতে পারবে সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে মান উন্নয়ন করতে পারবেন।
কর্মী হওয়ার পরে যে কাজগুলো ঠিকমতো করবে কোরআন হাদিস নিয়মিত অধ্যয়ন করবে সেই সংগঠনের সদস্য হতে পারবেন । বিশেষ অতিথি বলেন আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম করা গেল এ দেশে সকল চাঁদাবাজ দুর্নীতিবাজ লোক থাকবে না। অসত্য জীবন যাপন করবে না মানুষ হয়ে যাবে স্বনির্ভরশীল যাকাত ব্যবস্থার চালুর মাধ্যমে মানুষের কর্মসংস্থান গড়ে তোলা হবে দেশে থাকবে না আর বেকারত্ব।সর্বশেষ সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।