আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং মনোহরদী বাজার কল্যাণ সমিতির আয়োজনে হোটেল নূরজাহানের হলরুমে এক বিশেষ ব্যবসায়ী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মনোহরদী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোহরদী পৌর জামায়াতের আমির ও মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান নূর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মো. সানাউল্লাহ ও সেক্রেটারি মো. তাজুল ইসলাম শাহীন আমন্ত্রিত অতিথি পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন।
সভায় মনোহরদী বাজার বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ব্যবসায়ীরা সভায় তাদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ তুলে ধরেন এবং জামায়াতে ইসলামীর মাধ্যমে ব্যবসায়ী সমাজের অধিকার রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন: “ব্যবসা শুধু দুনিয়ার সফলতার মাধ্যম নয়, বরং সঠিক নীতিতে পরিচালিত ব্যবসা পরকালীন মুক্তির ও অন্যতম উপায়। ইসলাম আমাদের শিখিয়েছে হালাল পথে রুজি অর্জন করাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করতে। তাই আমরা যদি আমাদের ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করি, গ্রাহকদের প্রতি ন্যায্যতা বজায় রাখি, মাপে ও ওজনে ধোঁকা না দিই, তবে এই ব্যবসাই আমাদের দুনিয়ায় সফলতা এবং পরকালে জান্নাতের পথ সুগম করতে পারে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে সমাজে ইনসাফভিত্তিক একটি আদর্শ ব্যবস্থা কায়েম করা, যেখানে ব্যবসায়ীদের অধিকার রক্ষিত হবে, অন্যায়-জুলুম থাকবে না, এবং প্রতিটি পেশাজীবী শ্রেণি তাদের ন্যায্য মর্যাদা পাবে।
আমরা যদি ইসলামের আলোকে আমাদের ব্যক্তিগত জীবন, ব্যবসা এবং সামাজিক জীবন পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ এই দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি—দুটোই অর্জন সম্ভব।