১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গাজায় ফের ইসরাইলি হামলা, আলোচনার মাঝেও প্রাণ গেল ৮৪ জনের

নিজস্ব প্রতিবেদক:

কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা চলাকালেই গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় নতুন করে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলা মূলত উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরসহ বিভিন্ন এলাকায় চালানো হয়, যা স্থানীয়দের ঘরছাড়া করার পরিকল্পনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার চিকিৎসকদের বরাতে আলজাজিরা জানায়, বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় শুধু জাবালিয়াতেই প্রাণ হারান অন্তত ৫০ জন। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় মারা যান আরও ১০ জন। বাকি হতাহতরা নিহত হয়েছেন অন্যান্য অঞ্চলে চালানো হামলায়। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

জাবালিয়ার উদ্ধারকর্মীরা জানান, বিদ্যুৎবিহীন অবস্থায় মোবাইল ফোনের আলোতে শিশুদের মরদেহ উদ্ধার করতে হয়েছে। কংক্রিটের ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের বের করে আনার কাজ চলছে।

মধ্য গাজার দেইর এল-বালাহ এলাকা থেকে আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আযুম জানান, ইসরাইল এখন পরিকল্পিত ও আরও বেশি মাত্রায় সামরিক বিমান হামলা চালাচ্ছে। এসব হামলা মূলত আবাসিক ভবনগুলোর ওপর, যার ফলে বহু পরিবার বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অস্থায়ী তাঁবুতে চলে যাচ্ছে।

তারেক বলেন, এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজার শিশু ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মানবিক সংকট আরও প্রকট হয়ে উঠছে।

আলজাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়, সম্প্রতি এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর ইসরাইলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়। এর পরই দোহায় পৌঁছান ইসরাইলি প্রতিনিধিদল, যেখানে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা চলছে। এই আলোচনা চলাকালেই নতুন করে চালানো হয় ইসরাইলি হামলা।

একই দিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ জানান, যুদ্ধবিরতি এবং গাজায় ত্রাণ সরবরাহ পুনরায় শুরু করা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। যদিও বিস্তারিত কিছু জানাননি, তবে তিনি আশা প্রকাশ করেন যে শিগগিরই একটি ভালো খবর আসবে।

অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরাইলি অভিযান বন্ধ হবে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার প্রায় সব অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ৯০ শতাংশেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শেয়ারবাজারে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে শেয়ারবাজারে কারসাজির দায়ে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ

দুই উপদেষ্টার এপিএস-পিও ও এক এনসিপি নেতাকে দুদকের জিজ্ঞাসাবাদের জন্য তলব

নিজস্ব প্রতিবেদক: সরকারের দুই উপদেষ্টার একজন সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), একজন বর্তমান ও সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সাবেক

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক তদারকির আওতায় আনার আহ্বান রাজনাথ সিংয়ের

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য যথেষ্ট দায়িত্বশীল কি না—এমন প্রশ্ন তুলে দেশটির অস্ত্রভাণ্ডার আন্তর্জাতিক তদারকির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সনদ প্রণয়ন করবে ঐকমত্য কমিশন: অধ্যাপক আলী রীয়াজ

নিজস্ব প্রতিনিধি: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জাতীয় সনদ প্রণয়ন করবে জাতীয় ঐকমত্য কমিশন। এ সনদ বাস্তবায়নে প্রতিটি রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন

Scroll to Top