মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের নীলফামারীর ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রাক প্রাথমিক কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বৃহস্পতিবার (১৫ মে) নীলফামারীর ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি উদয়নপাড়ায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাক প্রাথমিক কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্হিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, ইসলামিক ফাউন্ডেশনে, উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম, পরিদর্শক মাসুদ রানা, তৌহিদুল ইসলাম, এমতাজ আলী, ছাইফুল আলম প্রমূখ।
ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা যায়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে শুরু হয়ে ৭ম পর্যায় (৩১.১২.২০২৪ খ্রি.) পর্যন্ত অত্যন্ত সফলতা ও সুনামের সাথে সারা দেশব্যাপী ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্র ও ২ হাজার ৫০টি রিসোর্স সেন্টারের মাধ্যমে সমাপ্ত হয়েও বর্তমানে এর কার্যক্রম চলমান রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি জাতীয় শিক্ষানীতির আলোকে সারা দেশের মসজিদ অবকাঠামো ব্যবহার করে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদেরকে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, কিশোর-কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দান করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকার নারী ও পুরুষের দারিদ্র্যতা দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীদের শতভাগ উপস্হিতি এবং শিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশসহ ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, এই কার্যক্রম গ্রামের ছোট ছোট শিশুদের স্কুলগামী করার জন্য প্রস্তুত এবং ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষার জন্য কার্যকরী ভূমিকা পালন করে আসছে।
জেলা প্রশাসক আরো বলেন এই কার্যক্রম সরকারের একটি সফল প্রকল্প হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। নতুন প্রজন্মের নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ বিকাশে এই প্রকল্প আরো সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।