১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক তদারকির আওতায় আনার আহ্বান রাজনাথ সিংয়ের

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য যথেষ্ট দায়িত্বশীল কি না—এমন প্রশ্ন তুলে দেশটির অস্ত্রভাণ্ডার আন্তর্জাতিক তদারকির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার (১৫ মে) শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর ১৫ কোর সদর দফতর পরিদর্শনে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।

রাজনাথ সিং বলেন, “বিশ্ব জানে আমাদের সেনাবাহিনীর আঘাত কতটা নিখুঁত হয়। আজ ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান কতটা কঠোর, তা বোঝা যায় এই কথাতেই—আমরা পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের তোয়াক্কা করিনি।”

তিনি আরও বলেন, “গোটা বিশ্ব দেখেছে কীভাবে পাকিস্তান দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আমি আজ শ্রীনগরের মাটি থেকে প্রশ্ন করছি—এমন এক উচ্ছৃঙ্খল দেশের হাতে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ? আমার বিশ্বাস, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র তত্ত্বাবধানে নেওয়া উচিত।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। এরপরই এই উপত্যকা সফর করেন প্রতিরক্ষামন্ত্রী।

সফরকালে তিনি সীমান্ত এলাকায় পড়ে থাকা পাকিস্তানি গোলাবারুদ পরিদর্শন করেন এবং সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

এই সফরে তার সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ আখ্যা দিয়ে বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, স্পেন এমন কোনো দেশের সঙ্গে ব্যবসা করে না, যারা

পাকিস্তানে রাজনৈতিক উত্তাপের মধ্যে শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। দেশটির প্রধান বিরোধী নেতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৫

মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের (আধা সামরিক বাহিনী) অভিযানে ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল

১৯৭১-এর প্রতিশোধ: ভারতের বিরুদ্ধে পালটা হামলাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন শাহবাজ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের সাফল্যকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে

Scroll to Top