নিজস্ব প্রতিবেদক:
মোবাইল অপারেটরদের নানা সুযোগ-সুবিধা দেওয়া সত্ত্বেও ইন্টারনেটের দাম কমছে না—এমন অভিযোগ তুলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।
বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ফয়েজ আহমদ বলেন, “মোবাইল অপারেটররা নানা সুযোগ-সুবিধা পাওয়ার পরও ইন্টারনেটের মূল্য কমাচ্ছে না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে সরকার কঠোর অবস্থানে যাবে। অপারেটরদের সেবার মান, বকেয়া পাওনা এবং অন্যান্য সুবিধা প্রত্যাহার করে নেওয়া হবে।”
টেলিটকের উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগ আনতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। স্টারলিংকের পর স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা দিতে আরও কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসার আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে, বুধবার (১৪ মে) সারাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রায় ৪০ মিনিটের মতো ব্ল্যাকআউট হয়। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, “এই বিভ্রাটের বিষয়ে গ্রামীণফোনের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
ফয়েজ আহমদের এই কঠোর হুঁশিয়ারির পর মোবাইল অপারেটরদের মূল্য কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখন সময়ের অপেক্ষা।