মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম শার্মস (সূর্য) এর নির্দেশনায় নান্দাইল উপজেলা সদর পুরাতন বাজারে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়।
এতে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, জেলা উত্তর যুব দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লব, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির সহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে অবহিত সহ আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার আহব্বান জানান।