নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মার্কিন মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বৃহস্পতিবার (১৫ মে) দেশটির সিনেটে দেওয়া ভাষণে ইসহাক দার বলেন, ৪ মে পাকিস্তান ও ভারতের সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে হটলাইনে যোগাযোগের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি হয়। এরপর একাধিক দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।
এর আগে ১০ মে প্রথম দফায় হটলাইনে যোগাযোগ করেন পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। ওইদিনই যুদ্ধবিরতির মেয়াদ ১২ মে পর্যন্ত বাড়ানো হয়। পরবর্তীতে আরও দুই দফা আলোচনার মাধ্যমে সময়সীমা ১৪ মে এবং সর্বশেষ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়।
ইসহাক দার জানান, ১০ মে সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে ফোনে জানান যে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। জবাবে তিনি জানান, ইসলামাবাদও একই অবস্থানে রয়েছে।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা শুরু হয় ৭ মে। ওইদিন ভারতের বিমান হামলায় পাকিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় অন্তত ৩১ বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। ইসলামাবাদ আরও জানায়, তারা ভারতের কয়েক ডজন ড্রোন ধ্বংস করেছে।
চার দিনের এই সংঘাতে ভারতের ১১ সেনা ও ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।