নিজস্ব প্রতিবেদক:
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বৃহস্পতিবার (১৫ মে) আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন। এটিকে তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপটি হয়েছে এমন সময়ে, যখন তালেবান সরকার সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।
যদিও নয়াদিল্লি এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবুও এই ফোনালাপকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ফোনালাপের পর জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বে টুইটার) একটি পোস্টে লেখেন, “আজ সন্ধ্যায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ভালো আলোচনা হয়েছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি যে নিন্দা জানিয়েছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত-আফগানিস্তান সম্পর্কের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টাকে মুত্তাকি যেভাবে প্রত্যাখ্যান করেছেন, তা আমি স্বাগত জানাই।”
তালেবান সরকারের যোগাযোগ বিষয়ক পরিচালক হাফিজ জিয়া আহমেদ জানিয়েছেন, ফোনালাপের সময় আমির খান মুত্তাকি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে আফগান নাগরিকদের—বিশেষত যাঁরা চিকিৎসার জন্য ভারতে যেতে চান—তাদের জন্য ভিসা প্রদানের আহ্বান জানান।
এ ছাড়াও বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, ভারতে আটক আফগান বন্দিদের মুক্তি ও প্রত্যাবর্তন এবং ইরানের চাবাহার বন্দর উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
এর আগে, ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনন্দ প্রকাশ কাবুলে তালেবান নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেদিনও আমির খান মুত্তাকির সঙ্গে সরাসরি বৈঠক হয়েছিল তাঁর।
এই ধারাবাহিকতা তালেবান শাসনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হওয়ার ইঙ্গিত দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।