১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে সফর, ১৪৪৭ হিজরি

মারা গেলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক দেওয়ান মারা গেছেন। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ ই মে ) রাত ১১:৫০ মিনিটের দিকে রাজধানীর পপুলার হাসপাতালে তিনি মারা যান।স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক দেওয়ান ছাত্র জীবনে থেকে শুরু করেন, তিনি শম্ভুপুর ইউনিয়নের ৪ বার চেয়াম্যানের দায়িত্ব পালন করেন। উপজেলা ছাত্রলীগ, যুবলীগ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি নেতাকর্মীদের পছন্দে আবারো উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি,জাতীয়তাবাদী দল বিএনপি তজুমদ্দিন উপজেলা, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ,বাংলাদেশ জামাত ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখা সহ উপজেলা সকল রাজনীতি সামাজিক সহ সাধারণ মানুষেরা ওগভীর ভাবে শোক প্রকাশ করেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top