মোঃ মাহফুজুর রহমান মাসুম , উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে শিশু উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। ১৭ মে দুপুর ১২ টায় উজিরপুর উপজেলা মিলনায়তন কেন্দ্রে এ উপদেষ্টা পরিষদ গঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভীয়া ডেইজী,সিআরএসএস কর্মকর্তা, সিনথিয়া, এ্যানি মিতা বৈরাগী, ও প্রমূখ।