১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ঘন ঘন লোডশেডিং ও ভোল্টেজ ওঠানামায় চরম দুর্ভোগ, সমাধান চায় মনোহরদীবাসী

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট ও ঘন ঘন লোডশেডিং বর্তমানে চরম আকার ধারণ করেছে। দিনে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থী, ব্যবসায়ী ও গৃহবধূসহ সাধারণ মানুষ এতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এক ভোক্তভোগী ইফতেখার ইসলাম জানান,
“ভোগান্তি ১০০%। বিদ্যুতের ভোল্টেজ কম। যেখানে ২২০ ভোল্ট পাওয়ার কথা, সেখানে ১৭০-১৭৬ ভোল্টেই ঘুরছে। এতে ফ্যান ঘোরে না ঠিকমতো, ফ্রিজ ঠাণ্ডা হয় না। বহুবার অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না।”
তিনি আরও বলেন,”মনোহরদীর প্রাণকেন্দ্র – মনোহরদী বাজার ও বাইপাস রোড এলাকায় ৫০টিরও বেশি পরিবারের ঘরে বছরজুড়েই ভোল্টেজ কম। এক বছর যাবৎ লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দিয়েও কোনো ফল হচ্ছে না। আদৌ হবে কিনা তাও জানি না।”

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “দিনে ৭-৮ বার বিদ্যুৎ চলে যায়। দোকানের ফ্রিজে রাখা আইসক্রিম-দুধ নষ্ট হয়ে যাচ্ছে। কাস্টমারদের সামলানো মুশকিল।”

একই ধরনের অভিযোগ করেছেন মনোহরদী সদরের একাধিক শিক্ষার্থীও। তাদের দাবি, অনলাইনে ক্লাস কিংবা পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ চলে গেলে তারা পড়ালেখায় পিছিয়ে পড়ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককেই।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচির পথে যেতে বাধ্য হবেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

টাঙ্গাইলে খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেনুকুর্শা গ্রামে বজ্রপাতের ঘটনায় সিফাত (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে

আটোয়ারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আত্মহত্যা

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ছোট হর নারায়ণ গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রতন রায় নায়েক (৪৫) নামের এক

আদমদীঘিতে নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন মহলের মত বিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ তুহিন, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকসহ বিভিন্ন মহলের সাথে নবাগত উপজেলা

উজিরপুরের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে সকাল দশটায় উজিরপুর

Scroll to Top