২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাওলানা আবদুল মতীনের মৃত্যুবার্ষিকীতে লেবার পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি :

মাওলানা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করে নজরুল ইসলাম খান বলেন, ঢাকা মহানগর যখন একটা ছিল তখন অবিভক্ত শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিল আব্দুল মতিন। তিনি জাগো ফ্রন্টেরও নেতা ছিলেন।

তিনি আওয়ামী লীগ পরিত্যাগ করে জাসদ করলেন। আবার জাসদ পরিত্যাগ করে লেবার পার্টিতে ঢুকলেন। এরপর জিয়াউর রহমানে সঙ্গেও যোগ দিলেন। ক্ষমতার ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। তার আগ্রহে ছিল শ্রমজীবী মানুষ। এদের জন্য তার আবেগ ও দায়বোধ ছিল। সে জন্যই লেবার পার্টি করেছিলেন।

বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ২৯ তম মৃত্যু বার্ষিকীতে আজ (শুক্রবার) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব আবদুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। প্রধান আলোচক ছিলেন সাবেক চীফ হুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা জয়নুল আবদীন ফারুক। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, মুসলিম লীগের মহাসচিব কাজী মোঃ আবুল খায়ের, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ খান, জাতীয়তাবাদী মোটর চালকদলের সভাপতি সেলিম রেজা, লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোঃ ওবায়দুল হক, কেরানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ, যুবমিশন আহবায়ক সালমান খান বাদসা, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন।

আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক আরিফ সরকার, সহ সভাপতি মোঃ ফিরোজ হোসেন, বরগুনা জেলা লেবার পার্টির সভাপতি লিটন খান রাজু, ফরিদপুর জেলা লেবার পার্টির সমন্বয়কারী মশিউর রহমান, ঢাকা মহানগর শ্রম সম্পাদক মোঃ এনামুল হক, খিলগাঁও থানা লেবার পার্টির সমন্বয়কারী মোঃ সাব্বির আহমেদ, পল্টন থানা লেবার পার্টির আহবায়ক দেলোয়ার হোসেন রিপন, সদস্য সচিব খন্দকার সুমন, যুগ্ম আহবায়ক সৈয়দ মোঃ আজিজ, সৈয়দ মোঃ মিথুন, কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির সমন্বয়কারী মোঃ আজাদ, সদস্য শুক্কর মোল্লা, উত্তরা থানা সমন্বয়কারী রবিউল ইসলাম, ছাত্র মিশনের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাসনাত ও প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান রিফাত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top