২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলেই দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে আসবে -আব্দুল মহিত তালুকদার

সজীব হাসান,( বগুড়া) প্রতিনিধি :

বগুড়া আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার বলেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার কিন্তু আমরা সবাই বাংলাদেশী। দেশের মুসলিম, হিন্দু, খৃষ্টান সবার সমান অধিকার। তাই আসুন আমরা সবাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়ন করে দেশে গণতন্ত্র ও দেশের জনগণের ভোট অধিকার ফিরিয়ে এনে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য করতে হবে।

শুক্রবার বিকেল আদমদিঘীর রানী ভবানীর স্মৃতি বিজড়িত জন্মস্থান ঐতিহ্যবাহী ছাতিয়ান গ্রামের সর্বজনীন হরিসভা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ১৬ প্রহর হরিবাসর অনুষ্ঠান পরিদর্শন কালে একথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী,আদমদিঘী উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা, আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, মন্দির কমিটির সভাপতি টগর প্রসাদ, সাধারণ সম্পাদক সাধন বসাক,সুদেব ঘোষ মিলন আশুতোষ, অসীম ঘোষ প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top