রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ছোট হর নারায়ণ গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রতন রায় নায়েক (৪৫) নামের এক সরকারি কর্মকর্তা। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ সূত্রে জানাগেছে,নিহত রতন রায় নায়েকে বড়বাড়ী ইউনিয়নের মৃত নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি সরকারি ছুটিতে গত শুক্রবার (১৬ মে) নিজের গ্রামের বাড়িতে আসেন। ওই রাতে রতন রায়কে বাসায় না দেখে খুঁজতে বের হন। খোঁজা খুজির এক পর্যায়ে বাড়ীর সদস্য ও তার স্ত্রী তাকে বাড়ির পাশের বাগানের একটি নটকন গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার স্ত্রী ও পরিবারের লোকজনের চিৎকারে পাঁশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
পঁলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রতন রায়ের গলায ফাঁসদিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রতন রায় নায়েক আত্মহত্যায় জন্য যে কাপড়টব ব্যবহার করেছিল তা হিন্দু ধর্মীয় নামাবলি লেখা পবিত্র কাপড় ছিল।
এদিকে ১৭ মে সকালে তার স্ত্রী শ্রীমতি রঞ্জনা রানী রায় লালমনিরহাট সদর থানায় এসে লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে রতন রায় পারিবারিক অশান্তি ও মানসিক চাপে ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রঞ্জনা রানী রায়ের সঙ্গে দাম্পত্য সম্পর্ক বজায় থাকলেও পরবর্তী দুই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে ও পরে ডির্ভোস হয়। এদিকে গুনঞ্জন উঠেছে তার প্রথম স্ত্রী অঞ্জনার সঙ্গে তার ঝগড়া চলছিল।কিন্তুি তার স্ত্রীর দাবী পারিবারিক টানাপোড়েন এবং মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
লিখিত অভিযোগে বলা হয়,আত্মহত্যা পূর্বে তিনি স্ত্রীর কাছে মানসিক হতাশার কথা জানিয়ে গিয়েছিলেন। তার আত্মহত্যার বিষয়টি পরিবারে দীর্ঘস্থায়ী টানাপোড়েনের প্রতিফলন বলেই স্ত্রী মনে করেন।
লালমনিরহাট সদর থানার(ওসি) নুরনবীর সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি দৈনিক আমার বাংলাদেশের সাংবাদিক কে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমি ও যাই এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সঠিক ঘটনা জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে তদন্ত চলছে,ময়না তদন্তের রির্পোট পেলে রতন রায় নাযেক মৃত্য সমন্ধ্যে সঠিক তথ্য জানা যাবে। আটোয়ারী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন রায় নায়েকের এ মৃত্যুতে সহকর্মী, প্রতিবেশী এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।