২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শহীদ শাহরিয়ার আলম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে চরম গাফিলতি ও বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন করেছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।

রবিবার সকাল ১১টায় দীঘিনালা সরকারি কলেজ গেইটের সামনে আয়োজিত এই মানববন্ধনে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে তারা শহীদ শাহরিয়ার আলমের হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং তদন্তে গাফিলতির অবসানের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মোস্তফা কামাল, আহ্বায়ক, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল। তিনি বলেন, “শাহরিয়ার আলম ছিলেন একজন মেধাবী ছাত্রনেতা, যার আদর্শ ও সাহসিকতা আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তাকে নির্মমভাবে হত্যার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি নেই, যা গভীর উদ্বেগজনক। আমরা মনে করি, তদন্ত প্রক্রিয়ায় গাফিলতির মাধ্যমে প্রকৃত খুনিদের রক্ষা করার অপচেষ্টা চলছে। এই অবস্থা চলতে দেয়া যায় না।”

মানববন্ধনে অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং শাহরিয়ার আলমের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, “শাহরিয়ার ছিলেন আপসহীন সংগ্রামী ছাত্রনেতা। তাঁকে হত্যার মধ্য দিয়ে একটি প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা সে ষড়যন্ত্র কখনো সফল হতে দেবো না।”

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম আনিক, সি. সহ-সভাপতি খাগড়াছড়ি জেলা ছাত্রদল।

বিশেষ অতিথি, জনাব,শফিকুল ইসলাম শফিক সভাপতি, দীঘিনালা উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি , মোঃ মোতালেব হোসেন, আহবায়ক, দীঘিনালা উপজেলা যুবদল।
বিশেষ অতিথি, মোঃ ওসমান গনী, আহবায়ক, দীঘিনালা উপজেলা সেচ্ছাসেবক দল,
বিশেষ অতিথি, মোঃ লোকমান হোসেন, আহবায়ক, দীঘিনালা উপজেলা ছাত্রদল,

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top