১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সম্মেলন অনুষ্ঠিত

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংস্থার ভোলা জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুর ১টায় জেলা শহরের ফুড আইল্যান্ড হলরুমে এ সম্মেলনে জেলার প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশীদ শাইন। প্রধান বক্তা, কেন্দ্রীয় মহাসচীব মো. কামরুল ইসলাম।

সংস্থার ভোলা জেলা সভাপতি আব্দুস শহিদ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সর্দার জুয়েল, সহ-সম্পাদক আতিকুর রহমান আজাদ, আলমগীর গণি, সদস্য মো: শাজাহান মোল্লা, সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি বিরেন্দ্রনাথ সমাদ্দার, বাসস’ ভোলা জেলা প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, এনটিভি স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, রফিক সাদী, আমির হোসেন, এম অন্তর হাওলাদার, মো: মেহেদী হাসান প্রমূখ।

সাংবাদিক মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভোলা জেলা সম্পাদক মুনছুর আলম। এছাড়াও দৈনিক আমার বাংলাদেশ এর ভোলা জেলা প্রতিনিধি খন্দকার নিরব সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা নিজেদের অধিকার আদায়ের সার্বিক বিষয়ে নিয়ে বিষদ আলোচনা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে গণমাধ্যমর্মীরা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের পেশাদারিত্ব চালিয়ে যাবেন এমন দিক নির্দেশনা দেন সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top