১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে সফর, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে তিন দফা দাবি নিয়ে আন্দোলন করেছে মেরিন শিক্ষার্থীরা

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

তিন দফা দাবি তুলে আন্দোলন বিক্ষোভ করেছে সিরাজগঞ্জের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন। এসময় অত্র মেরিনের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ছয় মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে ক্যাডেট সিডিসি প্রদান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু এবং প্রশিক্ষণের মান উন্নত করণসহ তিন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় অত্র মেরিনের শিক্ষার্থীরা জানান, ‘নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, এবং বাগেরহাটসহ আমরা সকল শিক্ষার্থীরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে আন্দোলনের কর্মসূচি আরও বাড়ানো হবে বলে জানায় ছাত্ররা।

তারা আরও জানান, শনিবার প্রথম দিন আমরা অর্ধদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছি। আগামীকাল (১৮ মে) রবিবার পূর্ণ দিবস কর্মসূচি পালন হবে। দাবি আদায় না হলে (১৯ মে) সোমবার থেকে পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করা হবে।’

তাদের বিস্তারিত দাবিসমুহ-

১)আইএমটি থেকে চার বছর মেয়াদী মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্নকারীদের নৌপরিবহন মন্ত্রণালয় অনুমোদিত মেরিটাইম শিক্ষায়তনে অনধিক ৬ মাসের স্ত্রী সী ট্রেনিং সম্পন্ন করার সুযোগ দিয়ে ক্যাডেট ইন্জিনিয়ার হিসেবে সমুদ্রগামী জাহাজে যোগদানের নীতিমালা প্রণয়ন করতে হবে।

২) প্রবাসী কল্যান, নৌ পরিবহন এবং জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের অধিনস্থ ইন্জিন ও মেশিন সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী বা অনুরূপ পদে মেরিন এবং শীপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নিয়োজিত ইন্জিনিয়ারদের অধিকাংশ মেরিন ইন্জিনিয়ার কিন্তু সরকারী প্রতিষ্ঠানে মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগের বিধান নেই।

৩) প্রশিক্ষণের মান উন্নয়ন –

*মেরিন ইঞ্জিনিয়ারিং, পাওয়ার জেনারেশন, প্রপালশন, সিষ্টেম এবং অগ্লিসিয়ারী মেলিনিয়ী বিজ্ঞানের নূন্যতম ৭০% ইনস্ট্রাকটরঃ

*সমুদ্রগামী জাহাজের ৩য় শ্রেণীর সনদধারী প্রকৌশলী অথবা সমুদ্রগামী জাহাজের ৪র্থ শ্রেণীর প্রকৌশলী হিসেবে ২৪ মাস কাজের অভিজ্ঞতা।

অথবা,

বাংলাদেশ সমূদ্র পরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত আই (এম) ই বা সমপর্যায়ের সনদধারী মেবিন ইঞ্জিনিয়ারিং বা শীপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ধারীদের সরাসরি জুনিয়র ইন্সট্রাক্টর ১০০%

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top