৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লাহোর কালান্দার্সের হয়ে খেলতে আর বাধা নেই মেহেদী হাসান মিরাজের

 

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে ছাড়পত্র পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ২২ থেকে ২৫ মে পর্যন্ত চার দিনের ছাড়পত্র দিয়েছে।

এবারই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন মিরাজ। লাহোর কালান্দার্সের অন্যতম খেলোয়াড় সিকেন্দার রাজা প্লে-অফ পর্বে দল ছাড়ায়, তার জায়গায় দলে ডাক পেয়েছেন মিরাজ। এনওসির জন্য আবেদন করলে বিসিবি তা অনুমোদন করেছে।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, মেহেদী হাসান মিরাজকে চার দিনের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে, ফলে তিনি নির্ধারিত সময়ের মধ্যেই পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ইতোমধ্যে খেলেছেন সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন। সাকিব সম্প্রতি দলে যোগ দিয়ে একটি ম্যাচ খেলেছেন। এবার আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার মিরাজকে নিয়েও মাঠে নামতে যাচ্ছে দলটি।

২২ মে লাহোর কালান্দার্সের এলিমিনেটর ম্যাচে সাকিব ও মিরাজকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। তবে প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top