নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশী গ্রাম ইউনিয়ন বিএনপি’র সদ্য সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সিঙ্গার পাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে মোঃ শাহিন আলম উকিলের বিরুদ্ধে পুকুর থেকে ১২ লাখ টাকার মাছ চুরি করে বিক্রির অভিযোগের সত্যতার ভিত্তিতে সিরাজগঞ্জ আদালতে চার্জশিট প্রদান করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই।
চার্জশিট সূত্রে জানা যায়, অভিযোগকারী রাজিয়া সুলতানা উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের পশ্চিম পাইকরা গ্রামে ১০টি পুকুরে মাছ চাষ করেন। ৫ই আগস্ট এর পট পরিবর্তনের পর শাহিন আলম উকিল তার দলবল নিয়ে লাঠিসোঠা, রড ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে হুমকি প্রদানের মাধ্যমে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে ৮/৮/২৫ থেকে ১০/৮/২৫ইং তারিখ পর্যন্ত পুকুরগুলো থেকে ১২ লাখ টাকার মাছ চুরি করে বিক্রি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই উপ-পুলিশ পরিদর্শক মোঃ আশিকুর রহমান উল্লেখ করেন, বাদিনীর অভিযোগের প্রেক্ষিতে শাহিন আলম উকিলসহ তার সহযোগীদের বিরুদ্ধে পেনাল কোড ১৪৩/ ৪৪৭/ ৩৭৯ /৫০৬ /১১৪ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতিয়মান হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নিমগাছি শীতলাই পুকুর থেকে চাঁদাবাজি, টাকার বিনিময়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদককে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বানানোসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।