নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে চলমান বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থে সংশ্লিষ্টদের মুখোশ উন্মোচন করা জরুরি।
সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। এই স্ট্যাটাসে ইশরাক ইঙ্গিত দেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন ব্যক্তির ক্ষমতার লোভ ও সেটিকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টাই মূল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
স্ট্যাটাসে তিনি লেখেন, “লড়াই শেষ হয় নাই। হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সঙ্গে, জনগণের ভোটাধিকার নিয়ে এক চুল ছাড় হবে না।”
তিনি অভিযোগ করেন, যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তারা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্রের সঙ্গে জোটবদ্ধ হয়ে দীর্ঘ মেয়াদি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে ইশরাক হোসেনের এই স্ট্যাটাসের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একটি দীর্ঘ প্রতিক্রিয়া দেন। সেখানে তিনি বলেন, ইশরাক ব্যক্তিগতভাবে সততা ও স্পষ্টভাষার জন্য পরিচিত হলেও, তিনি যেন রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করেন। স্থানীয় কর্মীদের মাধ্যমে কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা বা পরিবার তুলে গালিগালাজ করানো গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
সারজিস আরও বলেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে মেয়র পদে বসা ইশরাকের মতো একজন নেতার রাজনৈতিক ক্যারিয়ারে প্রশ্ন তুলতে পারে। তিনি পরামর্শ দেন, ইশরাক যেন তার জনপ্রিয়তাকে ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ব্যবহার করেন।
প্রসঙ্গত, টানা পাঁচদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সোমবার তারা নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেন, যার ফলে সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়ে।