নিজস্ব প্রতিবেদক:
অর্থপাচার রোধ ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। তবে এক বছরের মধ্যেই এসব সম্পদ জব্দ করা সম্ভব হবে।
সোমবার (১৯ মে) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গভর্নর জানান, পলাতক অর্থপাচারকারীদের লুটের জব্দকৃত টাকা ও শেয়ার দরিদ্রদের জন্য এবং জনহিতকর কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এজন্য একটি বিশেষ ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমরা আইনের যথাযথ ধারা অনুসরণ করেই কাজ করছি। প্রয়োজনে আইনের সংস্কারও করা হবে যাতে কার্যক্রম আরও দৃঢ়ভাবে পরিচালনা করা যায়।”
গভর্নর আরও বলেন, দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি আন্তর্জাতিক আইন ও সহযোগিতা অনুসরণ করেই বাস্তবায়ন করা হবে।