২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আহসান হাবিব রিয়ন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট হিলি মোড় ওসমানপুর সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা চত্বরে ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফছারাবাদ, নুরজাহানপর কলোনী বাসীর পক্ষে এ সংবাদ সম্মেলন করেন, আফছারাবাদ কলোনীর বাসিন্দা সহকারী অধ্যাপক জালাল উদ্দীন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তৎকালীন ভারত সম্রাট অধীনে ভারতীয় মুসলিম সৈনিকগণ পূর্ব পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করলে আগত মুসলিম রিফিউজি সৈনিক ও তাদের পরিবারবর্গকে পুর্নবাসনের লক্ষ্যে ১৯৫৩ সালে তৎকালীন সরকার ৬৮/৪ অফ ৫২-৫৩ নং এল.এ কেসমূলে অধিগ্রহণ করে।

পরবর্তীতে ১৯৫৮ সালে স্থায়ীভাবে পুর্নবাসনের লক্ষ্যে বসবাস ও চাষাবাদের জন্য প্রত্যেক মহাজেরদরকে ৫ একর করে জমি বরাদ্দ প্রদান করে। এতে আমাদের মৌরশগণ বাড়িঘর নির্মাণ করে খাজনা-খারিজ ও এস.এ খতিয়ান প্রস্তুত করে। পরবর্তীতে সন সন খাজনাদি প্রদান করে আমরা উত্তরাধিকার সূত্রে ভোগদখল করে আসতেছি।

এমতাবস্থায় প্রতিপক্ষ এম.এফ.আর.ও কতৃপক্ষ উক্ত জমি বেআইনী স্বত্ব দাবি করে বিধি বহির্ভূত ৯৯ বৎসরের জন্য লিজ/কবুলিয়াত নেওয়ার জন্য জুলুম করে আসছে। আমরা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় বর্তমান আর.এস জরিপে ২৯, ৩০ ও ৩১ বিধি ধারায় কেস দিয়ে উক্ত জমি তাদের নামে রেকর্ড করার জোর অপচেষ্টা সহ কৌশলে হুমকি প্রদর্শন করে আসছে। ইতোমধ্যে ওসমানপুরে সেনাক্যাম্প স্থাপন করেছে।

বর্তমানে আমরা মহাজের পরিবার সহ বন্যা কবলিত বিভিন্ন জেলা থেকে আগত নিঃস্ব ও অসহায় হাজার হাজার পরিবার চরম উৎকন্ঠা, আতঙ্কিত অবস্থায় নিরাপত্তা হীনতায় মানবেতর জীবনযাপন করতেছি। এ অবস্থায় ওসমানপুর সেনাক্যাম্প করায় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদে জানাচ্ছি।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কলোনী বাসীর পক্ষে ব্যারিস্টার সানি আব্দুল হক বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। পরে তিনি সংবাদ সম্মেলনে সমবেত হাজার হাজার জনতার উদ্দেশ্যে বলেন, এখানে একটি সুন্দর ও গঠনমূলক আলোচনা হয়েছে।
এটিই শেষ আলোচনা নয়। সবাইকে শান্ত থেকে বিষয়টি মোকাবেলা করতে হবে। এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তারা কাউকে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছেন। শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে ইউএনও রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কোন আলোচনা করতে হলে প্রয়োজনে আমার নিকট আসবেন। আমি তাদের সাথে কথা বলে আপনাদের আলোচনার ব্যবস্থা করে দিবো।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজশাহীতে নাবিল গ্রুপের বর্জ্যে হুমকির মুখে পরিবেশ ও জনসাধারণ

মোঃ সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিভাগের গ্রামীণ জনপদ এখন আর শুধু ফসলের মাঠ নয়, বিষের ভাগাড়ে রূপ নিচ্ছে। বিশেষ করে নাবিল গ্রুপের মালিকানাধীন

নীলফামারীতে ফ্রি চক্ষু ক্যাম্প

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ডিসিআই ও আরএসসির উদ্যোগে ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) জেলা পরিষদ ডোমার ডাক বাংলো

চাঁপাইনবাবগঞ্জের আামের ঐতিহ্যকে ফিরিয়ে এনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তন সম্ভব

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আবহাওয়ার বৈশিষ্ট্যের সূত্র ধরে বাংলাদেশের একেক জেলার মাটি একেক ফসলের জন্য বেশী উপযোগীর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার উৎপাদিত আম বিশ্ববিখ্যাত। কৃষি

উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাদারী সংগঠন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ১৯ মে সোমবার সন্ধা ৭ টায়

Scroll to Top