২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আপনারা অতীতে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আমি তা কখনো ভুলিনি,ডিমলার গণসংযোগে সাবেক সংসদ সদস্য তুহিন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

আপনারা অতীতে আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আমি তা কখনো ভুলিনি। গণসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। দীর্ঘদিন পরে নিজ এলাকায় এসে আপনাদের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি জনগণের পাশে আছে এবং আগামীদিনেও থাকবে। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।’

সোমবার (১৯ মে) দিনব্যাপী নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান তিনি। এসময় তুহিনের সফর সঙ্গী হিসেবে তার সহধর্মিণী তামান্না ইয়াসমিন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহতালা একজনকে সম্মানিত করেছেন। আরেক জনকে তিরস্কার করে তার পুরো পরিবারকে দেশছাড়া করেছেন। আপনারা দেখেছেন আমাদের অনেক নেতাকর্মীদের উপর কারা নিপীড়ন চালিয়েছে।’

প্রসঙ্গত, ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তুহিন। এরপর তিনি দেশে আসতে চাইলে আওয়ামী লীগ সরকারের বাধার কারণে দেশে ফিরতে পারেন নি। দীর্ঘ ১৮ বছর তিনি দেশের বাহিরে থাকার পর গত ২২ এপ্রিল এমপি তুহিন দেশে ফিরেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জলঢাকায় বিশাল গনসংবর্ধনায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তুহিন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবন শেষে প্রিয় জন্মভূমি নীলফামারীর জলঢাকায় ফিরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক

গণতন্ত্রের স্বার্থে এদের চেহারা উন্মোচন করতে হবে: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে চলমান বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, গণতন্ত্র ও জনগণের

গোমস্তাপুরে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপি’র( ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, এবং রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত

জাতীয় নাগরিক পার্টির সাত দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেন আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ, রাষ্ট্র, ধর্ম, নারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক

Scroll to Top